• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মাদকের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সফল অভিযান 

     dailybangla 
    12th Nov 2025 11:37 pm  |  অনলাইন সংস্করণ

    বিপুল মাদক উদ্ধার, আসামীদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ

    মনির হোসেন, নারায়ণগঞ্জ: মাদকের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সফল অভিযান চলছে। বিগত ১০ মাসে শুধু মাদকের মামলায় হয়েছে ১৭১টি গ্রেফতার মামলা। প্রতিটি মামলায় আসামী গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং পুলিশের সাড়াশি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী মনে করেন, পুলিশের এই অভিযান অব্যাহত থাকলে সিদ্ধিরগঞ্জের যুবসমাজ কিছুটা হলেও ধ্বংসের হাত থেকে রেহাই পাবে।

    জানা গেছে, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অপরাধীদের বিরুদ্ধে নানা অভিযানে মোট ৪৩০টি মামলা দায়ের করা হয়েছে। এগুলোর মধ্যে ১৭১টি হচ্ছে মাদকের মামলা। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে:

    ইয়াবা: ৫,৫৭৫ পিস

    গাঁজা: ৪৬ কেজি ৩৭০ গ্রাম

    হিরোইন: ২১৯ কেজি ৩৫ গ্রাম

    ফেন্সিডিল: ৭৯ বোতল

    দেশীয় মদ: ১৫ লিটার

    সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনুর আলম জানান, গত ২৫ জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত নিয়মিত মামলায় ৬৯৬ জন আসামী গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের মধ্যে রয়েছে খুন, ডাকাতি, অস্ত্র মামলা, দস্যুতা, অপহরণ, চাঁদা দাবি, বৈষম্যবিরোধী হত্যা মামলা, ধর্ষণ, গণধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, চুরি ও সড়ক দুর্ঘটনার মতো মামলার আসামিরাও।

    ওসি শাহিনুর আলম বলেন, “থানা পুলিশ প্রতিটি পাড়া-মহল্লার সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা দিতে সর্বদা প্রস্তুত। মাদকসহ বিভিন্ন অপরাধীদের আইনের আওতায় আনতে আমরা কাজ করছি। অপরাধী যত বড় প্রভাবশালী হোক না কেন, তাদের কোন ধরনের ছাড় দেওয়া হচ্ছে না। নারায়ণগঞ্জ পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা এলাকাবাসীকেও অপরাধ নির্মূলে এগিয়ে আসার আহ্বান জানাই।”

    সিদ্ধিরগঞ্জের মিজমিজি আলামিন নগর সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি শাখাওয়াত হোসেন বলেন, “ওসি যোগদানের পর পুলিশের তৎপরতার কারণে এলাকার মানুষ নির্বিঘ্নে জীবন যাপন করতে পারছে। তবে রাতে পুলিশী টহল আরও বৃদ্ধি করলে কিশোর গ্যাংদের আনাগোনা কমবে।”

    বাইতুন নাজাত জামে মসজিদের সাধারণ সম্পাদক হাজী মোঃ ইসহাক মিয়া বলেন, “নিয়মিত পুলিশের টহলের কারণে অপরাধীদের আনাগোনা কমেছে। আমরা এলাকাবাসী আশা করি, সামনের দিনগুলিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভূমিকা আরও কঠোর হবে।”

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930