মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৫
মো. হেমায়েত হোসেন খান, মাদারীপুর : মাদারীপুর সদর উপজেলা ও ডাসার উপজেলা সংলগ্ন খামারবাড়ি এলাকা ও ডাসার উপজেলার পূর্ব মাইজাপাড়া এলাকায় গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৫ জনকে আটক করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ডাসার উপজেলা সংলগ্ন এলাকার মাদারীপুর সদর উপজেলার খামারবাড়ি এলাকা ও ডাসার উপজেলার পূর্ব মাইজাপাড়া এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র মাদকসহ একদল দুষ্কৃতিকারী অবস্থান করছেন এ খবর পেয়ে সেনাবাহিনী ও মাদারীপুর ডাসার আর্মি ক্যাম্প, ৩৫ বীর সাপোর্ট ব্যাটালিয়ানের ক্যাপ্টেন মাইনুল ইসলাম খান ও লেফটেন্যান্ট মেহতাবের নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়।
এ অভিযানে নগদ ২৩০৬ টাকা, ৫ পিস ইয়াবা, ৭ টি স্মার্ট ফোন, ৫ টি বাটন ফোন, ৮ টি দেশীয় অস্ত্র, ১টি ডেবিট কার্ড, ১ টি পাসপোর্ট, ২ টি অবৈধ জাতীয় পরিচয় পত্র ও বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য উদ্ধার করা হয়েছে। এসময় ৫ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন মাদারীপুর সদর থানার জিকুরহাটি এলাকার সালাম খানের ছেলে সাইফুল ইসলাম (৩৪) একই গ্রামের মনজুর হোসেন খানের ছেলে হান্নান (৪৬), মকবুল শেখের ছেলে শিপন শেখ (৪০), মুজিব খানের ছেলে হানিফ খান (৩৬) ও ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের জাহাঙ্গীর ফকিরের ছেলে শিপন ফকির (৩০)। সেনাবাহিনী সূত্রে জানাগেছে, অবৈধ, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী।
বিআলো/আমিনা



