• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মাদ্রাসাগুলোকে মানসম্মত প্রতিষ্ঠান হিসেবে গড়তে হবে: ড. শাহনওয়াজ দিলরুবা খান 

     dailybangla 
    24th Dec 2024 6:02 pm  |  অনলাইন সংস্করণ

    সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর: মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. শাহনওয়াজ দিলরুবা খান বলেছেন চতুর্থ শিল্প বিপ্লবের যুগে কর্মমুখী শিক্ষার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে মাদ্রাসায় ভোকেশনাল ট্রেড চালু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল হওয়ার পথ প্রশস্ত করবে। শিক্ষার্থীদের জন্য আধুনিক প্রযুক্তিগত দক্ষতা অর্জন জরুরি। ভোকেশনাল শিক্ষার মাধ্যমে তারা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও অবদান রাখতে পারবে।

    মঙ্গলবার (২৪ ডিসেম্বর ) বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অব মাদ্রাসা এডুকেশন স্কিম মাদ্রাসার আয়োজনে চতুর্থ শিল্প বিপ্লব এবং মাদ্রাসায় ভোকেশনাল ট্রেড চালু প্রয়োজনীয়তা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ এবং প্রযুক্তিগত দক্ষতার সমন্বয় ঘটাতে হবে। এ কর্মশালা সেই লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের কর্মমুখী প্রশিক্ষণের ওপর জোর দেন। মাদ্রাসা শিক্ষার্থীরা ভবিষ্যতে ইসলামি গবেষক, প্রশাসক, উদ্যোক্তা এবং শিল্প উদ্যোক্তা হয়ে উঠতে পারে। তাদের জন্য হাতে-কলমে শিক্ষা এবং প্রযুক্তি ব্যবহার শেখানোর সুযোগ নিশ্চিত করতে হবে।

    মহাপরিচালক ড. শাহনওয়াজ দিলরুবা খান বলেন, ভোকেশনাল শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের আত্মকর্ম সংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি তাদের নৈতিক ও ধর্মীয় শিক্ষা শক্তিশালী করে, দেশের উন্নয়নে তাদের অবদান নিশ্চিত করা সম্ভব হবে।

    অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)’ এরশাদ উদ্দিন এর সভাপতিত্বে কর্মশালায়
    প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব ফাতেমা জাহান।

    কর্মশালা পরিচালনা করেন সিডিএমই স্কিমের প্রোগ্রাম অফিসার মোঃ আবুল বাশার।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিডিএমই স্কিমের উপ পরিচালক (প্রোগ্রাম), মো: মোশরেকুল আলম, উপ স্কিম পরিচালক (প্রশাসন), মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারি স্কিম পরিচালক এস. এম. দেলোয়ার হোসেন, লাইলুন নাহার, সহকারী স্কিম পরিচালক (প্রশিক্ষণ), সিডিএমই স্কিম, হিসাবরক্ষণ কর্মকতা মেহেদী হাসান, প্রোগ্রাম অফিসার (প্রশাসন), জয়নাব সুলতানা, চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল্লাহ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক মিলন, বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. জসিম উদ্দিন, চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ মামুনুর রশিদ চৌধুরী, অর্নব দাস, উপ সহকারি প্রকৌশলী স্বপন কুমার সাহা, হিসাব রক্ষক কর্মকর্তা আজিম শেখ।

    প্রশিক্ষণ কর্মশালায় জেলার সকল মাদ্রাসার অধ্যক্ষ সহ ২৫০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930