মানহানির মামলায় আবারও আদালতের পথে কঙ্গনা
আর্ন্তজাতিক ডেস্ক: অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতকে পাঞ্জাবের ভটিন্ডা আদালতে আগামী ১৫ ডিসেম্বর হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কৃষক আন্দোলন চলাকালে এক প্রবীণ নারী আন্দোলনকারীকে নিয়ে মন্তব্যের জেরে দায়ের হওয়া মানহানি মামলার শুনানিতে তিনি গতবার উপস্থিত না থাকায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেছে।
২০২০-২১ সালের কৃষি আইনবিরোধী আন্দোলনের সময় কঙ্গনা সামাজিক মাধ্যমে ওই নারীকে নিয়ে মন্তব্য করেন।
তিনি দাবি করেন, আন্দোলনে অংশ নেওয়া ওই নারী নাকি শাহিনবাগের বিলকিস বানু এবং ১০০ টাকা দিলেই এ ধরনের মানুষকে আন্দোলনে নামানো যায়। এসব মন্তব্য ঘিরেই মামলার সূচনা।
গত বৃহস্পতিবার মামলার বাদী ৭৩ বছর বয়সি মহিন্দর কৌর হুইলচেয়ারে আদালতে হাজির হয়ে বয়ান দেন। কঙ্গনা আদালতকে জানান, লোকসভায় উপস্থিত থাকার কারণে তিনি শুনানিতে যেতে পারেননি।
সম্প্রতি সাক্ষাৎকারে কঙ্গনা বলেছেন, রাজনীতি তিনি তেমন উপভোগ করছেন না- যদিও গত নির্বাচনে মান্ডি থেকে সফলভাবে সাংসদ নির্বাচিত হয়েছেন। তার বিরুদ্ধে বিতর্ক ও সমালোচনার ধারা এ ঘটনায় আরও নতুন করে আলোচনায় এসেছে।
বিআলো/শিলি



