মানিকগঞ্জে দুই আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী, এক আসন ফাঁকা
মানিকগঞ্জ প্রততিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মানিকগঞ্জ জেলার দুই আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে মানিকগঞ্জ-১ আসনের মনোনয়ন আপাতত রাখা হয়েছে সমমনা দল ও শরিকদের জন্য।
সংবাদ সম্মেলনে মানিকগঞ্জ-২ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তকে। মানিকগঞ্জ-৩ আসনের চূড়ান্ত প্রার্থী হয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা আহ্বায়ক আফরোজা খান রিতা।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দল সমমনা ও সহযোগী রাজনৈতিক দলগুলোকে মূল্য দিচ্ছে, তাই কিছু আসন আপাতত ফাঁকা রাখা হয়েছে। মানিকগঞ্জ-১ আসনের মনোনয়ন ঘোষণা সময়ের সঙ্গে করা হবে।
দলের সূত্র জানায়, মানিকগঞ্জ-১ আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশীর মধ্যে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তোজাম্মেল হক তোজা ও প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের পুত্র খন্দকার বাবলু নামের সম্ভাব্য প্রার্থী রয়েছেন।
বিএনপির স্থানীয় নেতৃত্ব জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে বাকি আসনের প্রার্থীও চূড়ান্তভাবে ঘোষণা করা হতে পারে।
বিআলো/ইমরান



