মামদানি জিতলে তহবিল বন্ধের হুমকি, কুওমোকে সমর্থন ট্রাম্পের
আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে সমর্থন দিয়েছেন। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানি জয়ী হলে শহরের জন্য ফেডারেল তহবিল বন্ধ হতে পারে।
মঙ্গলবার (৪ নভেম্বর) নিউইয়র্কে মেয়র নির্বাচন। সর্বশেষ জরিপে স্বঘোষিত গণতান্ত্রিক সমাজতান্ত্রিক মামদানি এগিয়ে আছেন। ডেমোক্র্যাটিক প্রাইমারিতে হেরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন কুওমো।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছেন, “কুওমো হয়তো সবার প্রিয় নন, কিন্তু নিউইয়র্ক বাঁচাতে তাকে ভোট দিতে হবে। মামদানি তা পারবেন না।” তিনি আরও বলেন, “কমিউনিস্ট মেয়র হলে নিউইয়র্কে অর্থ পাঠানো অর্থের অপচয়।”
ফেডারেল সরকারের বরাদ্দ নিউইয়র্ক শহরের মোট বাজেটের প্রায় ৬.৪ শতাংশ। ২০২৬ অর্থবছরে এর পরিমাণ ধরা হয়েছে ৭.৪ বিলিয়ন ডলার। মামদানি জয়ী হলে এই সহায়তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে।
উগান্ডায় জন্ম নেওয়া ৩৪ বছর বয়সী মামদানি প্রাইমারিতে অপ্রত্যাশিত জয়ে নজর কাড়েন। তরুণ ও প্রগতিশীল ভোটারদের উজ্জীবিত করেছেন তিনি। অন্যদিকে তিনবার গভর্নর থাকা কুওমো ২০২১ সালে যৌন হয়রানি অভিযোগের পর পদত্যাগ করেন।
বিআলো/শিলি



