মার্কিন শাটডাউন সমাধানে সিনেটে অগ্রগতি
dailybangla
10th Nov 2025 6:00 pm | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম শাটডাউন অবসানের পথে বড় অগ্রগতি হয়েছে। সিনেটে অল্প ব্যবধানে একটি সমঝোতা বিল পাস হয়েছে, যা সরকারি তহবিল পুনরায় চালুর অনুমোদন দেবে।
বিল অনুযায়ী, ৩০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সরকারের ব্যয় চালু থাকবে এবং বরখাস্ত হওয়া ফেডারেল কর্মচারীরা চাকরিতে ফিরবেন। পাশাপাশি তাদের বকেয়া বেতনও পরিশোধ করা হবে।
তবে এতে স্বাস্থ্যবিমার ট্যাক্স ক্রেডিটের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব বাদ পড়ায় ডেমোক্র্যাটদের আপত্তি উঠেছে। তারা জানিয়েছে, এই ভর্তুকি পুনর্নবীকরণ না হলে বিলটির পক্ষে ভোট দেবেন না।
রিপাবলিকান নেতা জন থুন বলেছেন, “৪০ দিন পর অবশেষে আমরা আশা করছি শাটডাউন শেষ করতে পারব।” এখন বিলটি প্রতিনিধি পরিষদে পাস ও প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায়।
বিআলো/শিলি



