মালখানগর আলোকিত সংগঠনের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন
মুন্সীগঞ্জ (সিরাজদিখান) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নে মালখানগর আলোকিত সংগঠনের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই এ আয়োজন করা হয়।
উদ্বোধনী দিনে ক্রীড়াঙ্গনে ছিল উৎসবমুখর পরিবেশ। দূরদূরান্ত থেকে আসা হাজারো খেলাপ্রেমী দর্শক খেলা উপভোগ করতে উপস্থিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আজিজুল হক খান, উপদেষ্টা, সিরাজদিখান উপজেলা বিএনপি। টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন আক্তারুজ্জামান টিটু, সভাপতি, মালখানগর ইউনিয়ন বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোরশেদ আলম, সাধারণ সম্পাদক, মালখানগর ইউনিয়ন বিএনপি; দেলোয়ার মোল্লা, সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, মালখানগর ইউনিয়ন যুবদল; মহিউদ্দিন আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক, সিরাজদিখান উপজেলা বিএনপি এবং খুরশেদ আলম শিশির, সহ-সভাপতি, মালখানগর ইউনিয়ন বিএনপি।
প্রধান অতিথি, উদ্বোধক ও বিশেষ অতিথিগণ তাঁদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তারা এ ধরনের সুন্দর ও ইতিবাচক আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
টুর্নামেন্টটির আয়োজন করেন মালখানগর আলোকিত সংগঠনের পক্ষে বিজয় মাদবর, মালখানগর ইউনিয়ন ছাত্রদল। উদ্বোধনী দিনের খেলায় গোড়াপিপাড়া সামাজিক সংগঠন ও বয়রাগাদি ইয়াং স্টার দলের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ ধরনের ক্রীড়া আয়োজন এলাকার যুবসমাজকে সুস্থ, সচেতন ও ইতিবাচক জীবনের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন খেলায় উপস্থিত দর্শকরা।
বিআলো/ইমরান



