মালখানগরে বণিক সমিতির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নে মালখানগর বণিক সমিতির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১০ জানুয়ারি (শনিবার) সন্ধ্যায় আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মোঃ আব্দুল্লাহ, বিএনপি মনোনীত এমপি প্রার্থী, মুন্সিগঞ্জ-১।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. হায়দার আলী, সাধারণ সম্পাদক, সিরাজদিখান উপজেলা বিএনপি এবং আজিজুল হক খান, উপদেষ্টা, সিরাজদিখান উপজেলা বিএনপি।
এছাড়াও উপস্থিত ছিলেন আক্তারুজ্জামান টিটু, সভাপতি, মালখানগর ইউনিয়ন বিএনপি, খোরশেদ আলম, সাধারণ সম্পাদক, মালখানগর ইউনিয়ন বিএনপি, খোরশেদ আলম শিশির, সহ-সভাপতি, মালখানগর ইউনিয়ন বিএনপি, মহিউদ্দিন আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক, সিরাজদিখান উপজেলা বিএনপি, ইয়াছিন সুমন, আহ্বায়ক, সিরাজদিখান থানা যুবদল এবং দেলোয়ার হোসেন মোল্লা, সাবেক যুগ্ম আহ্বায়ক, মালখানগর ইউনিয়ন বিএনপি।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আলী আহম্মদ, সভাপতি, মালখানগর ইউনিয়ন বণিক সমিতি। অনুষ্ঠান পরিচালনা করেন রতন বেপারী, সাধারণ সম্পাদক, মালখানগর বণিক সমিতি। এছাড়াও উপস্থিত ছিলেন রাজা মিয়া, সভাপতি, মালখানগর ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপি সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি ও স্থানীয় নেতৃবৃন্দ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মাহমুদুল হাসান, খতিব, মালখানগর কেন্দ্রীয় জামে মসজিদ।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে শেখ মোঃ আব্দুল্লাহ বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানসহ জিয়া পরিবারের জন্য দোয়া চান। তিনি উপস্থিত জনসাধারণের প্রতি ধানের শীষে ভোট দিয়ে মুন্সিগঞ্জ-১ আসনকে বিজয়ী করার আহ্বান জানান।
বিআলো/ইমরান



