মাস্টারপাড়া ইসহাক আহমদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান কার্যালয় উদ্বোধন
শাহরিয়ার মাহমুদ রিয়াদ, চকরিয়া (কক্সবাজার) : চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ড এলাকার সামাজিক সংগঠন ইসহাক আহমদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার (১৬ জানুয়ারি) চিরিংগা মাস্টারপাড়া বাইতুল মামুর জামে মসজিদ সংলগ্ন মাঠে স্থায়ী ভবনে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ইসহাক আহমদ স্মৃতি ফাউন্ডেশনে চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউল করিম জিয়ার সার্বিক তত্ত্বাবধানে প্রধান উপদেষ্টা আলহাজ মাওলানা আকবর আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব মুহাম্মদ মোস্তাফিজুর রহমানের পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ তাওকির করিম আফফান।
চকরিয়া মিশকাতুল মিল্লাত দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ.ক.ম সাদেক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া মেডিক্যাল সেন্টারের এমডি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, মাতামুহুরী বাঁশ সমিতির সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন সেলিম, চকরিয়া মিশকাতুল মিল্লাত দাখিল মাদরাসার সভাপতি মোহাম্মদ শওকত আলম, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ বাহাদুর আলম ও জাগ্রত তরুণ ছাত্র সংসদের সভাপতি এম. তারেকুল ইসলাম তারেক।
এসময় বিশিষ্ট সমাজ সমাজসেবক ও রাজনীতিবিদ মো. আরিফুল কবির, আহমদ রেজা, বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আ.ফ.ম ইকবাল হাছান, নূরানী কাফেলার সভাপতি সৈয়দ মুহাম্মদ রাসেল, সেক্রেটারি মুহাম্মদ এহসানুল হক এহসান, বিশিষ্ট সমাজসেবক মো. সৈয়দ আলম, মো. মুহিবুল্লাহসহ মাস্টারপাড়া ইসহাক আহমদ স্মৃতি ফাউন্ডেশনের সকল সদস্য, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগঠনের দাতা সদস্য মোহাম্মদ শফিউল আলম শফি, মুহাম্মদ আবুল কাসেম, প্রধান উপদেষ্টা আলহাজ মাওলানা আকবর আহমেদ, চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউল করিম জিয়া ও ডা. আবুল হাসনাত রাকিবকে ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে সংগঠনের উন্নয়ন এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
বিআলো/আমিনা



