মিয়ানমার থেকে ছোড়া গুলিতে স্কুলছাত্রী আহত
নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। আহত শিশুর নাম সুলতানা আফনান (৮)। সে হোয়াইক্যং তেচ্ছি ব্রিজ এলাকার হাজী মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির উঠানে খেলার সময় তার মাথায় গুলি লাগে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দাদা আবুল হাশেম।
ঘটনার প্রতিবাদে স্থানীয়রা টেকনাফ-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বিজিবি, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বিক্ষুব্ধ জনতার হামলায় বিজিবির একটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।
স্থানীয়দের দাবি, মিয়ানমারের কোয়াইক্যং তেচ্ছি ব্রিজ এলাকার ওপারে বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে রাত থেকে গোলাগুলি চলছে। সেই গুলিই বাংলাদেশ সীমান্তে এসে শিশুটির গায়ে লাগে।
এ ঘটনায় সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ঘটনাস্থলে গিয়ে সড়ক অবরোধ প্রত্যাহারের উদ্যোগ নেন। তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে মিয়ানমার অংশ থেকে গুলি আসা বন্ধ করতে হবে এবং সীমান্ত এলাকায় মানুষের নিরাপত্তা জোরদার করতে হবে।
বিআলো/শিলি



