মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেলো সিংহ, নিয়ন্ত্রণে পরিস্থিতি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে একটি সিংহ খাঁচা থেকে বেরিয়ে পড়ে সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সিংহটি খাঁচা থেকে বের হলেও এখনো চিড়িয়াখানার সীমানার ভেতরেই অবস্থান করছে।
জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার বণিক বার্তা–কে জানান, সিংহটিকে নিরাপদে আটক করে খাঁচায় ফেরানোর চেষ্টা চলছে। তিনি বলেন, “একটি সিংহ খাঁচা থেকে বের হয়েছে, তবে এটি চিড়িয়াখানার ভেতরেই আছে। আমরা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রেখে তাকে ফেরানোর কাজ করছি।”
সিংহটি কীভাবে খাঁচা থেকে বের হলো-এ বিষয়ে তিনি জানান, ঘটনাটি ঘটার পর এখনো খাঁচার অবস্থা পরীক্ষা করা সম্ভব হয়নি। “সিংহটি তার খাঁচার আশপাশেই আছে, তাই খাঁচা পর্যবেক্ষণ করা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি তদন্ত করা হবে,” বলেন তিনি।
এ ঘটনায় কোনো হতাহত কিংবা দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়ায়নি বলে নিশ্চিত করেছেন পরিচালক। তিনি জানান, “ঘটনার সময় ভেতরে সাধারণ দর্শনার্থী কেউ ছিলেন না। কোনো ক্ষয়ক্ষতি হয়নি, আর আতঙ্কেরও কোনো পরিস্থিতি তৈরি হয়নি। শুধু আমাদের কর্মকর্তারাই ভেতরে আছেন।”
ঘটনাটি তদন্তের পাশাপাশি দ্রুত সিংহটিকে নিরাপদে খাঁচায় ফেরাতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।
বিআলো/এফএইচএস



