মিরপুরে কেঁপে উঠলো মাঠ, তাইজুলের ঝড়ে আয়ারল্যান্ড দুশ্চিন্তায়
স্পোর্টস ডেস্ক: ঢাকায় চলমান বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট সিরিজের তৃতীয় দিনের খেলা ভূমিকম্পের প্রভাবের মধ্যেও উত্তেজনাপূর্ণ হলো। সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত ভূমিকম্পের কারণে খেলা কিছু সময় বন্ধ থাকলেও পরে আবার শুরু হয়।
প্রথম সেশনে তাইজুল ইসলাম দুই উইকেট শিকার করে আয়ারল্যান্ডের ব্যাটিং লাইনআপে ভাঙন আনে। লাঞ্চের সময় পর্যন্ত আয়ারল্যান্ড ৭ উইকেটে ২১১ রান সংগ্রহ করেছে, যা বাংলাদেশকে ২৬৫ রানে পেছনে রেখেছে।
খেলায় দিনের শুরুতে আয়ারল্যান্ডের লোরকান টাকার ও স্টিফেন ডোহেনি জুটি ৮১ রান যোগ করে। তবে তাইজুলের এক ওভারে ডোহেনি (৪৬) ও অ্যান্ডি ম্যাকব্রাইন শূন্যে আউট হন।
এরপর লোরকান টাকার ও জর্ডান নিল জুটি চাপে থাকা আয়ারল্যান্ডকে কিছুটা সমাধান দেয়। টাকার লাঞ্চের আগে ৫৬ রানে অপরাজিত থাকেন, নিল ২৪ রানে অপরাজিত।
মিরপুরের খেলা চলাকালীন ভূমিকম্পের কারণে ড্রেসিংরুমে থাকা ক্রিকেটাররা নিরাপত্তার জন্য মাঠে চলে আসেন। কয়েক মিনিট খেলা বন্ধ থাকার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং খেলা পুনরায় শুরু হয়।
প্রথম সেশনের শেষে আয়ারল্যান্ড ১১৩ রান করে, যেখানে তাইজুল ৩ উইকেট ও হাসান মুরাদ ২ উইকেট শিকার করেন। লাঞ্চের সময় তাদের সংগ্রহ ৭ উইকেটে ২১১।
বিআলো/শিলি



