মির্জাগঞ্জে মাজার জিয়ারতে আলতাফ হোসেন চৌধুরী, শুরু নির্বাচনী প্রচারণা
আবুল কালাম আজাদ, মির্জাগঞ্জ (পটুয়াখালী): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জে হযরত ইয়ার উদ্দিন খলিফা সাহেব (র.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী (ধানের শীষ প্রতীক) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় মাজার জিয়ারতের সময় মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
পরে উপজেলা কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক প্রফেসর মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি জাফর ইমাম সিকদার, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু মুন্সি এবং সাবেক সভাপতি আলহাজ্ব মো. আশরাফ আলী হাওলাদার।
এছাড়াও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু, সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির, বিএনপি নেতা নূর হোসেন মৃধা, সাদিকুল ইসলাম হাসিব তালুকদারসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিআলো/ইমরান



