মুকসুদপুরে এন্টিবায়োটিক মুক্ত খামার ব্যবস্থাপনা বিষয়ক কর্মসূচি
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের মুকসুদপুরে এন্টিবায়োটিক মুক্ত খামার ব্যাবস্থাপনা বিষয়ক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) সকালে ট্রেড গ্লোবাল লিমিটেডের আয়োজনে এবং সিসিডিবির সহযোগিতায় উপজেলার জলিরপাড় ইউনিয়নের তালবাড়ী সিসিডিবি’র এসএলপিএফ আইভিসিডি প্রকল্প অফিসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ট্রেড গ্লোবাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াওঝু বাই উয়ান বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং কোং লি. এর প্রধান নির্বাহী কর্মকর্তা লিও ইয়াংলি। জেন্ডার ও এডভোকেসি অফিসার জ্যাকলিন মালা বিশ্বাসের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়াওঝু বাই উয়ান বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং কোং লি. এর আন্তর্জাতিক রপ্তানি ব্যবস্থাপক মিস চাই রুইচেন, সিসিডিবির প্রধান কার্যালয়ের বাই ল্যাটেরাল প্রকল্প সমন্বয়কারী আর্নেস্ট অনিন্দ্য সরকার, সিসিডিবির এসএলপিএফআইভিসিডি সমন্বয়কারী কৃষিবিদ মো. আব্দুল বারী, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে এন্টিবায়োটিক মুক্ত খামার ব্যাবস্থাপনা বিষয়ে গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বক্তারা এন্টিবায়োটিকের ক্ষতিকারক দিক এবং এন্টিবায়োটিক মুক্ত খামারের সুবিধা ও লাভ সম্পর্কে আলোচনা করেন। এ সময় সিসিডিবির এসএলপিএফআইভিসিডি প্রকল্পের আওতায় একশত কৃষক উপস্থিত ছিলেন।
বিআলো/আমিনা



