মুকসুদপুরে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের মুকসুদপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ভোটগ্রহণ কর্মকর্তাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলার সরকারী সাবের মিয়া জসিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আরিফ-উজ- জামান। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম মাহতাব উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. অলিউল ইসলাম, মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিসুর রহমান, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরু আমিন প্রমুখ।
এসময় মুকসুদপুর উপজেলার ৯৬টি কেন্দ্রের, ১০৫ জন প্রিজাইটিং অফিসার, ৬১১ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১১১৬ জন পোলিং কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান করেন কাশিয়ানী উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ শেখ।
বিআলো/আমিনা



