মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদীখানে সুমিতা শীল (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ৮টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের জেলে পাড়ায় স্বামীর বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুমিতা শীল কুচিয়ামোড়া জেলে পাড়ার সজল রাজবংশীর স্ত্রী। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার তাতিরহাট টেকেরহাট গ্রামের দীপঙ্কর শীলের মেয়ে।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার আগে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ধারণা করা হচ্ছে, অভিমান থেকে সুমিতা নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রায় পাঁচ বছর আগে সজল রাজবংশীর সঙ্গে তার বিয়ে হয়। দম্পতির চার বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।
নিহত সুমিতার চাচা সিদাম শীল অভিযোগ করে বলেন, “আমাদের মেয়েকে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। কয়েকদিন আগে সুমিতার ভাইকে বিদেশ নেওয়ার কথা বলে তারা আমাদের কাছ থেকে ১১ লাখ টাকা নেয়। কিন্তু টাকা নেওয়ার পরও বিদেশে পাঠায়নি। এরপর অতিরিক্ত টাকা চাওয়ায় সুমিতাকে চাপ দেওয়া হচ্ছিল। টাকা দিতে না পারায় তাকে মারধর করে হত্যা করা হয়েছে। পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে সাজাতে ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”
এ বিষয়ে সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। মেয়ের পরিবার অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।” মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিআলো/ইমরান



