মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদের নামে উন্মোচিত জে ডট পারফিউম
হৃদয় খান: পাকিস্তানের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড জে ডটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের দুই সুপরিচিত তারকা মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। তাদের নামে উন্মোচিত হয়েছে নতুন পারফিউম MR15 Bold, MR15, Strike এবং Strike Pride।
শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর উত্তরা সেন্টার পয়েন্ট শপিং মল-এ জে ডটের তৃতীয় শাখার উদ্বোধনের সময় উন্মোচন করা হয় নতুন পারফিউমগুলো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জে ডট গ্রুপের চেয়ারম্যান ও সিইও Sohail Hamid Khan।
ফ্যাশন ও সুগন্ধিতে আভিজাত্যের প্রতীক জে ডট, ২০০২ সালে প্রতিষ্ঠিত, আজ আন্তর্জাতিকভাবে একটি স্বনামধন্য লাইফস্টাইল ব্র্যান্ডে পরিণত হয়েছে। বাংলাদেশে ২০২৪ সালে যাত্রা শুরু করা ব্র্যান্ডটির বর্তমানে ঢাকার বনানী, ধানমন্ডি এবং উত্তরায় ৩টি শাখা রয়েছে।
জে ডটের পারফিউম আন্তর্জাতিক মানের ফ্র্যাগরেন্স হাউসের সঙ্গে যৌথভাবে তৈরি এবং সংযুক্ত আরব আমিরাতের অত্যাধুনিক কারখানায় উৎপাদিত। পুরুষ, নারী ও ইউনিসেক্স ক্যাটাগরিতে শতাধিক সুগন্ধি রয়েছে, যা ব্যক্তিত্ব, অনুভূতি ও আভিজাত্যকে প্রতিফলিত করে। ব্র্যান্ডটি পূর্বেও দক্ষিণ এশিয়ার খ্যাতনামা ক্রীড়া তারকা ও সেলিব্রিটির নামে বিশেষ সুগন্ধি বাজারে এনেছে।
জে ডটের বাংলাদেশের বিস্তৃত কার্যক্রমের মাধ্যমে ক্রেতাদের সঙ্গে সংযোগ আরও দৃঢ় করার পরিকল্পনা রয়েছে এবং স্থানীয় বাজারে আধুনিক ফ্যাশন ও সুগন্ধির অনন্য সমন্বয় উপস্থাপন করছে।
বিআলো/তুরাগ



