মৃত্যুদণ্ড ইস্যুতে ভারতের বিবৃতি, প্রত্যর্পণের প্রসঙ্গ অনুপস্থিত
আর্ন্তজাতিক ডেস্ক: মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে পলাতক আসামি হিসেবে দোষী সাব্যস্ত হওয়ার পর শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানায় ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের অন্য কোনো দেশে আশ্রয় দেওয়া বন্ধুত্বপূর্ণ আচরণের পরিপন্থী এবং ন্যায়বিচারের প্রতি অসম্মানজনক।
তবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সন্ধ্যায় যে বিবৃতি প্রকাশ করেন, সেখানে কেবল জানানো হয়- দিল্লি রায়ের খবর জানে এবং ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার পক্ষে রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, এসব লক্ষ্যে ভারত সব পক্ষের সঙ্গে গঠনমূলক যোগাযোগ বজায় রাখবে।
বিআলো/শিলি



