• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মৃত্যুর ৪ দিন শাফিন আহমেদের মরদেহ ঢাকায় 

     dailybangla 
    30th Jul 2024 7:05 pm  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: মৃত্যুর চারদিন পর দেশে এলো ব্যান্ড তারকা শাফিন আহমেদের মরদেহ। সোমবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় যুক্তরাষ্ট্র থেকে তাঁকে বহন করা উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

    মাইলসের দীর্ঘদিনের সঙ্গী এরশাদুল হক টিংকু গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, সন্ধ্যা ৬টার কিছু পরে বিমানবন্দর থেকে শাফিন আহমেদের কফিন বের করা হয়। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে উত্তরার বাসায়। সেখানে আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠরা উপস্থিত রয়েছে। এরপর তাঁকে যত দ্রুত সম্ভব একটি হাসপাতালের হিমঘরে নিয়ে যাওয়া হবে।

    আগামীকাল ৩০ জুলাই জোহরের নামাজের সময় আনা হবে গুলশান আজাদ মসজিদে। সেখানে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজার নামাজ।

    শাফিন আহমেদের বড় ভাই হামিন আহমেদ বলেন, বাসায় শাফিনকে দেখতে আমাদের অনেক আত্মীয়স্বজন এসেছেন। সেখানে ভক্ত বা গণমাধ্যমের কোনও ভিড় আমরা চাইছি না। এই সময়টুকু আমরা নিজেদের মতো করে থাকতে চাই। আগামীকাল আজাদ মসজিদে জানাজার নামাজ শেষে অল্প পরিসরে আমরা শাফিনকে নিয়ে কথা বলব।

    শাফিনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (৩০ জুলাই) বাদজোহর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁর দাফন হবে। যেখানে শায়িত আছেন শিল্পীরা বাবা সংগীতগুরু কমল দাশগুপ্ত এবং মা কিংবদন্তি নজরুলশিল্পী ফিরোজা বেগম।

    প্রসঙ্গত, প্রবাসীদের গান শোনাতে গত ৯ জুলাই ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে উড়ে গিয়েছিলেন শাফিন আহমেদ। গত ২০ জুলাই ভার্জিনিয়ায় ছিল তাঁর দ্বিতীয় কনসার্ট। এদিন মঞ্চে ওঠার খানিক আগেই হোটেল রুমে লুটিয়ে পড়েন ৬৩ বছর বয়সী এই রকস্টার। হার্ট অ্যাটাক হয় তাঁর। ফেরানো গেল না আর। গত ২৫ জুলাই বাংলাদেশ সময় ঠিক ভোর ৬টা ৯ মিনিটে চিরঘুমের দেশে পাড়ি জমান তিনি।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031