মেঘনায় নিখোঁজের ১১ দিন পর নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
এ কে সরকার, মেঘনা (কুমিল্লা) : কুমিল্লার মেঘনা উপজেলায় নিখোঁজের ১১ দিন পর এক নারীর অর্ধগলিত লাশ পার্শ্ববর্তী গ্রামের একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই নারীর নাম জবেদা খাতুন (৬৫)। তিনি উপজেলার চর নারায়নপুর গ্রামের মৃত আব্দুল আউয়াল ড্রাইবারের স্ত্রী।
গত শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে তিনি নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। পরে আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় শনিবার মেঘনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
গতকাল সোমবার বিকেলে পার্শ্ববর্তী শিবনগর গ্রামের ভলু মেম্বারের বাড়ির পেছনের একটি পরিত্যক্ত পুকুরে ভাসমান লাশ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে মেঘনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে জবেদা খাতুনের স্বামী মারা যান।
এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়েন। এ বিষয়ে মেঘনা থানা পুলিশের তদন্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, অর্ধগলিত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন বা অন্য আলামত পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বিআলো/আমিনা



