মেট্রোরেল চালু থাকবে আগের নিয়মে: ডিএমটিসিএল
dailybangla
12th Dec 2025 10:22 am | অনলাইন সংস্করণ
বিআলো ডেস্ক: কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতির ঘোষণার মধ্যেই ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে- শুক্রবার থেকে মেট্রোরেল চলবে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী।
বৃহস্পতিবার রাতে ডিএমটিসিএলের ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে বলা হয়, যাত্রীসেবা আগের মতোই অব্যাহত থাকবে।
এর আগে বুধবার প্রতিষ্ঠানটির নিয়মিত কর্মীরা ১২ ডিসেম্বর থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন, যা নিয়ে যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
তবে ডিএমটিসিএলের আশ্বাসে স্বাভাবিক কার্যক্রম বজায় থাকবে বলে জানা গেছে।
বিআলো/শিলি



