মেয়েকে নিয়ে ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন ঐশ্বরিয়া
dailybangla
11th Dec 2025 9:45 am | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক: আরাধ্যা বচ্চনের নামে সামাজিক মাধ্যমে অসংখ্য ভুয়া অ্যাকাউন্ট ছড়িয়ে পড়ায় নীরবতা ভাঙলেন ঐশ্বরিয়া; বললেন- মেয়ে সোশ্যাল মিডিয়ায় নেই, গুজবে বিশ্বাস না করতে অনুরোধ।
দিল্লি হাইকোর্ট আগে থেকেই বচ্চন পরিবারের ছবি ও ভিডিও অনুমতি ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছে। এর মধ্যেই আরাধ্যা বচ্চনকে নিয়ে নানা ভুয়া অ্যাকাউন্ট খুলে সামাজিক মাধ্যমে মন্তব্য বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন।
এক অনুষ্ঠানে তিনি জানান, আরাধ্যার কোনো সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট নেই; অনলাইনে থাকা সব প্রোফাইলই ভুয়া।
তিনি আরও বলেন, তিনি এবং তাঁর পরিবারকে মানুষ ভালোবাসেন বলে জানেন, তবে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করার অনুরোধ জানান সবাইকে।
বিআলো/শিলি



