মেসির নৈপুণ্যে প্রথমবার এমএলএস কাপ জিতল ইন্টার মায়ামি
dailybangla
07th Dec 2025 10:26 am | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির অসাধারণ পারফরম্যান্সে প্রথমবারের মতো এমএলএস কাপ জিতেছে ইন্টার মায়ামি। চেজ স্টেডিয়ামে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারায় ডেভিড বেকহামের ক্লাবটি।
ম্যাচে গোল না করলেও তিনটি গোলেই সরাসরি অবদান রাখেন মেসি।
৮ মিনিটে আলেন্দের ক্রস ভুলবশত নিজেদের জালে পাঠিয়ে ভ্যাঙ্কুভারকে পিছিয়ে দেন ওকাম্পো। দ্বিতীয়ার্ধে আলি আহমেদের শটে সমতা ফেরে। তবে ৭১ মিনিটে মেসির পাস থেকে ডি পল মায়ামিকে আবার এগিয়ে দেন। যোগ করা সময়ে মেসির আরেক পাসে আলেন্দে ব্যবধান ৩-১ করেন।
এই শিরোপার মধ্য দিয়ে মেসির ক্যারিয়ারের ট্রফি সংখ্যা দাঁড়াল ৪৮টি। ম্যাচটিই ছিল জর্দি আলবা ও সের্জিও বুসকেটসের বিদায়ী ম্যাচ, যা তারা শেষ করেছেন শিরোপা জয়ের আনন্দে।
বিআলো/শিলি



