মেসির বার্সা রিটার্ন সম্ভব নয়: লাপোর্তা
স্পোর্টস ডেস্ক: বার্সেলোনায় লিওনেল মেসির খেলোয়াড় হিসেবে ফেরা ‘অবাস্তব’ বলে জানিয়েছেন ক্লাবের সভাপতি জোয়ান লাপোর্তা। কাতালুনিয়া রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “মেসির প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এখন এ ধরনের অবাস্তব জল্পনা করা ঠিক হবে না।”
গত রবিবার হঠাৎ করেই ন্যু ক্যাম্পে হাজির হন ৩৮ বছর বয়সী মেসি। সেখানে তিনি বলেন, “একদিন ফিরতে চাই, কারণ ঠিকভাবে বিদায় জানাতে পারিনি।” বর্তমানে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির হয়ে খেলছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই আর্জেন্টাইন তারকা।
লাপোর্তা জানিয়েছেন, নতুন করে সাজানো ন্যু ক্যাম্পে মেসির নামে একটি শ্রদ্ধা ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। “ঘটনাটা যেমনটা আমরা চেয়েছিলাম তেমন হয়নি। তাই যদি একটি শ্রদ্ধা ম্যাচের মাধ্যমে সেটি পূরণ করা যায়, দারুণ হবে,” বলেন তিনি।
মেসি ২১ বছরের বার্সা ক্যারিয়ারে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেছেন, জিতেছেন লা লিগার দশটি শিরোপা, সঙ্গে রয়েছে চারটি চ্যাম্পিয়নস লিগ ও তিনটি ক্লাব বিশ্বকাপের ট্রফি।
বর্তমানে তিনি আর্জেন্টিনা দলের সঙ্গে স্পেনে অবস্থান করছেন, অ্যাঙ্গোলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচের প্রস্তুতিতে।
বিআলো/শিলি



