মোস্তাফিজ প্রসঙ্গে আইসিসির নিরপেক্ষতা চাইলেন কামরান আকমল
স্পোর্টস ডেস্ক: আইপিএলে মোস্তাফিজুর রহমানকে খেলতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমল। তার মতে, এই সিদ্ধান্ত শুধু একজন খেলোয়াড়ের প্রতি অন্যায় নয়, বরং তা বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলেছে।
চলমান পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তা ইস্যুতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে ভারত থেকে নিজেদের সব ম্যাচ সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে। এই প্রেক্ষাপটে কামরান আকমল বিসিসিআইয়ের অবস্থানকে প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন।
একটি সাক্ষাৎকারে আকমল বলেন, মোস্তাফিজের সঙ্গে বিসিসিআই যে আচরণ করেছে, তা মোটেও গ্রহণযোগ্য নয়। প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় না রাখলে সামনে এগোনো সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
তার প্রশ্ন, যদি ভারত একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে পুরো বাংলাদেশ দলকে তারা কীভাবে নিরাপত্তা দেবে?
পাকিস্তান দলের সঙ্গেও ভারত অতীতে একই ধরনের আচরণ করেছে উল্লেখ করে আকমল এ বিষয়ে আইসিসির নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন।
বিআলো/শিলি



