মোহাম্মদপুরে বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় শাহজাহান রোডের একটি বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫)।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে পুলিশ খবর পেয়ে শাহজাহান রোডের একটি বাসার ৭ তলায় গেলে দুটি মরদেহ দেখতে পান। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আশপাশের সিসি ক্যামেরা দেখে বিষয়টি পুলিশ তদন্ত করছে। পুলিশের ধারণা, তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বাসার গৃহপরিচারিকাকে সন্দেহ করছে পুলিশ।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৭টা ৫২ মিনিটের সিসিটিভি ফুটেজে দেখা যায়, গায়ে কালো বোরকা পরিহিত অবস্থায় বাসায় প্রবেশ করছেন গৃহকর্মী আয়েশা। তবে ৯টা ৩৬ মিনিটে বাসা থেকে বের হওয়ার সময় তাকে স্কুল ড্রেস পরে বের হতে দেখা যায়।
বিআলো/এফএইচএস



