যশোরে ফের সর্বনিম্ন তাপমাত্রা, শীতে বিপর্যস্ত জনজীবন
নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় দিনের মতো চলতি শীত মৌসুমের দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে। শনিবার জেলায় পারদ নেমেছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে চরমভাবে ব্যাহত করছে।
যশোর বিমানবন্দর আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার সকালেও জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি। দিনের বেলায় কিছুটা উষ্ণতা থাকলেও কুয়াশা ও উত্তরের হিমেল বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, যশোরসহ চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কোথাও কোথাও এই পরিস্থিতি আরও কিছুদিন স্থায়ী হতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও কুয়াশার কারণে শীতের অনুভূতি বজায় থাকবে।
প্রচণ্ড শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। যশোর শহরের লালদীঘি পাড়ে প্রতিদিন যেখানে ৩ থেকে ৪শ’ শ্রমিক কাজের আশায় জড়ো হন, সেখানে এখন অর্ধেক মানুষও দেখা যাচ্ছে না। কাজ না পেয়ে অনেকেই হতাশ হয়ে বাড়ি ফিরছেন।
শ্রমিক সুজন মিয়া বলেন, “শীতে একদিন কাজ হলে তিনদিন বসে থাকতে হয়।” নির্মাণ শ্রমিক মিনহাজ জানান, ঠান্ডায় দাঁড়িয়ে থাকাই কষ্টকর হয়ে উঠেছে। রিকশাচালক হানেফ আলী বলেন, যাত্রী কমে যাওয়ায় আয় প্রায় বন্ধ।
আবহাওয়া অধিদপ্তর জানায়, তাপমাত্রা ৮.১ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকলে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়।
বিআলো/শিলি



