যারা ক্ষমতায় যেতে চায়, তাদের দিয়ে পরিবর্তন সম্ভব নয় : মির্জা ফখরুল
dailybangla
15th Nov 2025 1:02 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, একটি দল বিএনপির ভেতরে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এর মাধ্যমে তারা রাজনৈতিকভাবে ফায়দা লুটতে চায়। একই সঙ্গে আরেকটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, যাদের অতীত অভিজ্ঞতা থেকে বোঝা যায়—তাদের মাধ্যমে দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন কিংবা আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব নয়।
শনিবার রাজশাহীর গোদাগাড়ীর ফাজিলপুরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে এ মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে মির্জা ফখরুল জনসভায় যোগ দিতে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হন।
বিআলো/ইমরান



