• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তি জব্দ 

     dailybangla 
    12th Jun 2025 10:20 am  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানা গেছে।

    বুধবার (১১ জুন) ইনভেস্টিগেটিভ ইউনিটের (আই-ইউনিট) বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

    প্রতিবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক সহযোগী। সাইফুজ্জামানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্ত করছে বাংলাদেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।

    আই-ইউনিটকে দেয়া বিবৃতিতে এনসিএর একজন মুখপাত্র বলেন, ‘আমরা নিশ্চিত করতে পারি যে চলমান একটি দেওয়ানি তদন্তের অংশ হিসেবে এনসিএ কয়েকটি সম্পত্তি জব্দের আদেশ (ফ্রিজিং অর্ডার) পেয়েছে।’

    সম্পত্তি জব্দের আদেশের ফলে কার্যত সাইফুজ্জামান চৌধুরী এখন সেগুলো আর বিক্রি করতে পারবেন না।

    এর আগে গত বছর আল জাজিরার একটি অনুসন্ধানমূলক প্রামাণ্যচিত্রে জানানো হয়েছিল, ৫৬ বছর বয়সী সাইফুজ্জামান যুক্তরাজ্যে ৩৫০টির বেশি সম্পদের (বাড়ি ও ফ্ল্যাট) মালিক। তবে এসবের মধ্যে কতটি সম্পত্তির বিষয়ে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি তদন্ত করছে বা সরাসরি পদক্ষেপ নিচ্ছে, তা এখনো পরিষ্কার নয়।

    তবুও আল জাজিরার অনুসন্ধান ইউনিট নিশ্চিত করতে পেরেছে যে লন্ডনের অভিজাত সেন্ট জনস উড এলাকার একটি বিলাসবহুল বাড়ি সাইফুজ্জামানের সম্পদের তালিকায় রয়েছে এবং সেটি জব্দ করার উদ্যোগ নেয়া হয়েছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930