যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ডে কড়াকড়ি: ১৯ দেশের নাগরিকদের আবেদন বন্ধ
dailybangla
03rd Dec 2025 3:44 pm | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ১৯টি দেশের অভিবাসন প্রক্রিয়া সম্পূর্ণভাবে স্থগিত করেছে, ফলে এ দেশগুলোর নাগরিকরা নতুন করে গ্রিনকার্ড বা নাগরিকত্বের আবেদন করতে পারবেন না।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর স্থানীয় সময় মঙ্গলবার থেকে সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, পূর্বে আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা দেশগুলো- আফগানিস্তান, ইরান, লিবিয়া, সোমালিয়া, ইয়েমেনসহ মোট ১৯ দেশের সব অভিবাসন আবেদন আপাতত স্থগিত থাকবে।
প্রয়োজন হলে প্রতিটি আবেদনকারীর ওপর পুনঃতদন্ত, সাক্ষাৎকার বা পুনঃসাক্ষাৎকার নেওয়া হবে।
সম্প্রতি ওয়াশিংটনে এক আফগান শরণার্থীর গুলিবর্ষণের ঘটনাকে এই নিষেধাজ্ঞার কারণগুলোর একটি হিসেবে উল্লেখ করা হয়েছে।
মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প সোমালিয়ার শরণার্থীদের কঠোর ভাষায় সমালোচনা করেন এবং কংগ্রেস সদস্য ইলহান ওমরকেও আক্রমণ করেন।
বিআলো/শিলি



