যুক্তরাষ্ট্রে ‘ট্রাম্প গোল্ড ভিসা’: ১০ লাখ ডলারে নাগরিকত্বের সুযোগ
আর্ন্তজাতিক ডেস্ক: বিদেশি ধনীদের দ্রুত আমেরিকান নাগরিকত্বের পথে নিতে নতুন একটি বিশেষ ভিসা কর্মসূচি চালু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘গোল্ড কার্ড’ নামে পরিচিত এই ভিসা পেতে যোগ্য আবেদনকারীদের দিতে হবে বিশাল অঙ্কের অর্থ।
বুধবার প্রথমে ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল এ বিষয়টি নিশ্চিত করেন।
পরে সাংবাদিকদেরও জানান, এই ভিসা সরাসরি মার্কিন নাগরিকত্ব পাওয়ার পথ তৈরি করবে এবং যুক্তরাষ্ট্র তাদের প্রয়োজনীয় দক্ষ কর্মী ধরে রাখতে পারবে।
মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, আবেদনকারীদের ট্রাম্পকার্ড ডট গভ ওয়েবসাইটে গিয়ে আবেদন জমা দিতে হবে। ফরম পূরণের সময় দিতে হবে ১৫ হাজার ডলার আবেদন ফি। যাচাই শেষের পর মূল ‘অবদান’ হিসেবে জমা দিতে হবে আরও ১০ লাখ ডলার, যাকে ওয়েবসাইটে ‘উপহার’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এই ভিসাধারীরা গ্রিন কার্ডের সমতুল্য অধিকার পাবেন, এমনকি আরও শক্তিশালী সুবিধাও মিলবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট।
বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানান, প্রাক-নিবন্ধন পর্যায়েই প্রায় ১০ হাজার আবেদন জমা পড়েছে, এবং ভবিষ্যতে এটি থেকে বিপুল অর্থ আয় হবে বলে প্রত্যাশা করছেন তারা।
বিআলো/শিলি



