• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    যুক্তরাষ্ট্রে পার্কে বন্দুকধারীদের গোলাগুলিতে নিহত ৩ 

     dailybangla 
    23rd Mar 2025 2:43 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি পার্কে বন্দুকধারীদের গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।

    স্থানীয় সময় শুক্রবার (২১ মার্চ) রাতে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে।

    নিহতদের মধ্যে ১৯ বছর বয়সী দুই তরুণ ও ১৬ বছর বয়সী এক কিশোর রয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। গুলির ঘটনায় হতাহতের বিষয়ে তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

    স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাতে একটি অননুমোদিত গাড়ি প্রদর্শনীর সময় দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে গোলাগুলি হয়।

    লাস ক্রুসেস পুলিশপ্রধান জেরেমি স্টোরি জানান, পার্কের ইয়াং পার্ক এলাকায় রাত প্রায় ১০টার দিকে গুলিবর্ষণের ঘটনা ঘটে।

    ঘটনাস্থলে ৫০-৬০টি গুলির খোসা পাওয়া গেছে। গোলাগুলির সময় পার্কে প্রায় ২০০ মানুষ উপস্থিত ছিলেন।

    লাস ক্রুসেসের মেয়র এরিক এনরিকেজ বলেন, এটি আমাদের শহরের জন্য এক মর্মান্তিক ও ভয়াবহ ঘটনা। আমাদের সম্প্রদায়ে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই।

    পুলিশ জানিয়েছে, সংঘর্ষের শিকার সাতজনকে উন্নত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসোতে পাঠানো হয়েছে। অন্য চারজনকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

    স্থানীয় জরুরি বিভাগের সদস্যরা এফবিআই ও যুক্তরাষ্ট্রের ব্যুরো অব অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সংস্থার সঙ্গে যৌথভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে।

    নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করা বৈধ হলেও গোপনে বহনের জন্য অনুমতির প্রয়োজন হয়। তবে শুক্রবারের হামলায় ব্যবহৃত অস্ত্রগুলো আইনসম্মতভাবে বহন করা হয়েছিল কি না, সে বিষয়ে পুলিশ কোনো তথ্য দেয়নি।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930