• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের ভিসা বাতিলের তালিকায় আছেন বাংলাদেশিরাও 

     dailybangla 
    19th Apr 2025 2:51 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে সম্প্রতি বাতিল হওয়া ৩২৭টি শিক্ষার্থী ভিসার মধ্যে প্রায় অর্ধেকই ভারতীয় শিক্ষার্থীদের- এ তথ্য উঠে এসেছে আমেরিকান অভিবাসন আইনজীবী সমিতি (এআইএলএ)-এর প্রকাশিত এক প্রতিবেদনে।

    এছাড়া বাতিল হওয়া ভিসাগুলোর মধ্যে চীনের শিক্ষার্থী রয়েছেন প্রায় ১৪ শতাংশ, আর বাকিরা দক্ষিণ কোরিয়া, নেপাল ও বাংলাদেশের শিক্ষার্থী।

    বাংলাদেশি শিক্ষার্থীদের কতজনের ভিসা বাতিল হয়েছে, সে সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য না থাকলেও, এআইএলএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের শিক্ষার্থীরাও বাদ পড়েননি এটি থেকে, তবে কতজন বাংলাদেশী রয়েছেন সেটি জানা যায়নি এখনো।

    এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ট্রাম্প প্রশাসনের চলমান নীতির আওতায় ১৩০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত ১,০০০ বিদেশি শিক্ষার্থী ও স্নাতকের ভিসা বাতিল করা হয়েছে। এসব তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশন সিস্টেম এর ডেটাবেইসে।

    বেশিরভাগ বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এই সিদ্ধান্তের পেছনে কোনও নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। যুক্তরাষ্ট্রের অন্তত ৪০টি অঙ্গরাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে নিশ্চিত করেছে—তাদের বিদেশি শিক্ষার্থীদের মধ্যে অনেকে ভিসা ও থাকার বৈধতা হারিয়েছেন।

    বিশ্লেষকদের মতে, গাজায় চলমান ইসরায়েল-হামাস যুদ্ধের প্রেক্ষাপটে দেশটির বিভিন্ন ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ এবং ইসরায়েলবিরোধী প্রতিবাদের জের ধরেই এই ভিসা বাতিলের ঘটনা ঘটতে পারে। ট্রাম্প প্রশাসনের আমলে এই বিক্ষোভকারীদের মধ্যে গ্রেপ্তার হয়েছেন অনেকেই, যাদের মধ্যে বিদেশি শিক্ষার্থীও রয়েছেন।

    এই অবস্থায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার পরিবেশ যে ক্রমেই কঠিন হয়ে উঠছে, তা আর অস্বীকার করার উপায় নেই বলে মনে করছেন শিক্ষাবিদরা।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031