যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা, সন্দেহভাজন গ্রেপ্তার
আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। তবে হামলার লক্ষ্য নির্দিষ্ট ছিল কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার পরিবারের কেউ বাসভবনে উপস্থিত ছিলেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে বাড়িটির জানালার কাচ ভাঙা দেখা গেছে।
পুলিশ জানিয়েছে, একজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই ব্যক্তি সরাসরি ভাইস প্রেসিডেন্ট বা তার পরিবারের কাউকে লক্ষ্য করে হামলা চালিয়েছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ফক্স নিউজের তথ্য অনুযায়ী, ৫ জানুয়ারি রাত ১২টা ১৫ মিনিটের দিকে সিনসিনাটিতে সিক্রেট সার্ভিস সহায়তা চেয়ে পুলিশকে ডাকে। ওই সময় একজন ব্যক্তিকে দৌড়ে পালাতে দেখা যায়।
হামলার প্রকৃত উদ্দেশ্য এবং সন্দেহভাজনের পরিচয় সম্পর্কে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
বিআলো/শিলি



