• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    যুবকেরাই সমাজ পরিবর্তনের মূল হাতিয়ার: আলোচনা সভায় ফুলকুঁড়ি থিয়েটার 

     dailybangla 
    23rd Aug 2025 8:09 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ফুলকুঁড়ি থিয়েটারের আয়োজনে “যুবকেরাই সমাজ পরিবর্তনের মূল হাতিয়ার” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    ২২ আগষ্ট (শুক্রবার) বিকেলে রাজধানীর রায়েরবাগের কদমতলী থানা সাংবাদিক ক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও দৈনিক নতুন সময়ের ব্যবস্থাপনা সম্পাদক সুমন চৌধুরী।

    অনুষ্ঠানটি পরিচালনা করেন ফুলকুঁড়ি থিয়েটারের সাধারণ সম্পাদক শাহজালাল ফারুক। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি এম এ এইচ মাসুদ।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আইয়ুব। প্রধান আলোচক হিসেবে আমন্ত্রিত ছিলেন সূত্রাপুর থানার ওসি সাইফুল ইসলাম সুমন।

    বিশেষ অতিথি ছিলেন—এ কে আলম সরকার, সভাপতি, বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশন,সাইফুল ইসলাম ফিরোজ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশন,মো. ফজলুল্লাহ আসিফ, চেয়ারম্যান, নবাব গ্রুপ প্রোডাক্টস লিমিটেড, রবিউল ইসলাম রনি, পরিচালক ও সিইও, দার্জিলিং হাউজিং অ্যান্ড রিসোর্ট লিমিটেড, মো. ইকবাল হোসেন সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মাহবুবুল শেখ, ব্যবস্থাপনা পরিচালক, শেখ এন্টারপ্রাইজ লিমিটেড।

    উদ্যোক্তা হিসেবে বক্তব্য রাখেন যুব কম্পিউটার স্টুডেন্ট ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নয়ন সম্মদ্দার রুদ্র। তিনি দেশের যুবসমাজের বেকারত্ব কমাতে EUCT আইসিটি প্রকল্পের মাধ্যমে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কার্যক্রমের অভিজ্ঞতা তুলে ধরেন। কদমতলী সাংবাদিক ক্লাবের অর্থ সম্পাদক বাবলু শেখও আলোচনায় অংশ নেন।

    আয়োজিত অনুষ্ঠানের শেষ পর্বে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয় যে গুনী ৩ জনকে। তারা হলেন:

    ১/ রনি মজুমদার (দৈনিক ভোরের পাতা)
    ২/ জাকির ইসলাম (মাই টিভি)
    ৩/ রাকিব হোসেন মিলন (এটিএন বাংলা)

    এ সময় প্রধান অতিথি মোহাম্মদ আইয়ুব বলেন, “পারিবারিক শিক্ষাই যুবকদের জীবন গঠনের মূল ভিত্তি। সুশিক্ষার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন সম্ভব।”

    সভাপতি সুমন চৌধুরী ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, “আলোচনায় প্রাপ্ত পরামর্শগুলো বাস্তবায়ন করলে সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব।” এরপর আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930