• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    যে শিক্ষার্থী মেধা বৃত্তি পাবে, তার অভিভাবক কে সম্মানিত করা উচিত: রফিকুল আলম মজনু 

     dailybangla 
    27th Aug 2025 3:05 pm  |  অনলাইন সংস্করণ

    আজমির মিশু,ফেনী: পরশুরামে আলোকিত পরশুরাম বৃত্তি পরীক্ষায় ১৭৫ জন কৃতী শিক্ষার্থী পেয়েছে সংবর্ধণা ও সম্মাননা। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে স্থানীয় একটি অডিটোরিয়ামে ২০২৪ সালে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে অনুষ্ঠিত পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের এ সংবর্ধণা ও দেয়া হয়।

    বৃত্তি পরীক্ষার আহবায়ক মো ওমর ফারুক জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী ১ আসনের সমন্বয়ক রফিকুল আলম মজনু।স্বাগত বক্তব্য রাখেন- আলোকিত পরশুরাম ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার প্রতিষ্ঠাতা সাংবাদিক মহি উদ্দিন।

    বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ড: ওবায়দুল করিম, উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম মানিক, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ নুরুল হাকিম,উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি,পৌর বিএনপির আহবায়ক কাজী ইউসুফ মাহফুজ, সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আবদুল আলিম মাকসুদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল হালিম, ফুলগাজী উপজেলা আমীর জামাল উদ্দিন চৌধুরী, চট্টগ্রামস্থ পরশুরাম সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আযাদ।

    পরশুরাম কবি শামসুন্নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আযাদের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জয়নাল আবেদীন মজুমদার,পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান।

    এই সময় প্রধান অতিথির বক্তব্যে মজনু বলেন এদেশে শিক্ষার মান উন্নয়ন বাড়াতে বিএনপি অতীতে ও কাজ করে গেছেন,ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থা আরও ভালো করার জন্য আমি যত ধরনের সহযোগিতা লাগে আমি করে যাব।পাশাপাশি যেসকল শিক্ষার্থী মেধা বৃত্তি পায়,তাদের অভিভাবক কে সম্মানিত করা উচিত, কারণ মেধাবী সকল শিক্ষার্থীর সফলতার পিছনে একমাত্র অবদান পরিবারের অভিভাবক এর।

    সুতরাং তাদের সম্মানিত করতে পারলে ভবিষ্যতে ওনারা ওনার সন্তানদের সঠিক মানুষ করে গড়ে তুলতে আরও উদ্ভুদ্ধ হবে।পরে তিনি সেরা মেধাবী ও ট্যালেন্টফুল প্রাপ্ত ২৯ জন শিক্ষার্থীর অভিভাবক কে নগদ ১ হাজার টাকা করে সম্মানিত করা হয়। বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট,সনদ,নগদ টাকা ও গাছের চারা প্রদান করা হয়।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930