যেকোনো দিন আবু সাঈদ হত্যা মামলার রায়
dailybangla
27th Jan 2026 6:20 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জানায়, যেকোনো দিন এ মামলার রায় ঘোষণা করা হতে পারে।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. মঞ্জুরুল বাছিদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিসহ মোট ৩০ জন আসামি রয়েছে। এর মধ্যে ছয়জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন, বাকিরা পলাতক।
রাষ্ট্রপক্ষ ২৫ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানায়। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা খালাস চেয়েছেন।
গত বছরের ২৭ আগস্ট মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। তদন্ত প্রতিবেদন দাখিল এবং অভিযোগ গঠনের পর দীর্ঘ শুনানি শেষে মামলাটি এখন রায়ের অপেক্ষায়।
বিআলো/শিলি



