রকেট উৎক্ষেপণে পানি ছাড়ার বৈজ্ঞানিক কারণ
dailybangla
11th Dec 2025 10:09 am | অনলাইন সংস্করণ
বিআলো ডেস্ক: রকেট চলাকালে ভয়াবহ শব্দ ও উত্তাপ থেকে লঞ্চপ্যাডকে রক্ষা করতে নাসা প্রতি উৎক্ষেপণে কয়েক লাখ গ্যালন পানি ছড়িয়ে দেয়, যা শব্দ ১৪০ ডেসিবেল পর্যন্ত কমিয়ে আনে।
রকেট উৎক্ষেপণের আগে নাসা লঞ্চপ্যাডে প্রায় সাড়ে চার লাখ গ্যালন পানি ছড়িয়ে দেয়, যা এক অলিম্পিক সুইমিং পুলের দুই-তৃতীয়াংশ সমান। রকেটের শব্দ প্রায় ২০০ ডেসিবেল পর্যন্ত পৌঁছাতে পারে, যা যন্ত্রপাতি ও কাঠামোকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
‘সাউন্ড সাপ্রেশন সিস্টেম’ এর মাধ্যমে ছড়ানো পানি শব্দ শোষণ করে এবং রকেট ইঞ্জিনের তীব্র তাপ বাষ্পে পরিণত হয়ে লঞ্চপ্যাডকে ঢেকে ফেলে, এতে তাপ ও শব্দ দুটিই নিয়ন্ত্রিত হয়। আর্টেমিস মিশনের পরীক্ষাতেও এর কার্যকারিতা প্রমাণিত হয়েছে।
রকেট বুস্টারের তাপ ৩৩০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠায় পানি না ফেললে লঞ্চপ্যাডে আগুন লাগার ঝুঁকি থাকে।
বিআলো/শিলি



