রণবীরের ‘ধুরন্ধর’ বক্স অফিসে ঝড়: ৩ দিনেই ১০৩ কোটি!
dailybangla
08th Dec 2025 2:51 pm | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক: রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ বক্স অফিসে ঝড় তুলেছে। ৫ ডিসেম্বর মুক্তির পর তিন দিনেই ছবিটি ভারতে আয় করেছে ১০৩ কোটি রুপি। সমালোচকদের সব পূর্বাভাস উড়িয়ে দর্শকরা হুড়মুড়িয়ে হলে ঢুকছেন।
স্যাকনিল্কের তথ্য অনুযায়ী-
• শুক্রবার: ২৮ কোটি
• শনিবার: ৩২ কোটি
• রোববার: ৪৩ কোটি (সাম্প্রতিক সময়ের একদিনের সর্বোচ্চ কালেকশন)
বড় শহরের পাশাপাশি মফস্বলেও হাউসফুল বোর্ড। আয় বিশ্লেষকরা বলছেন, শনিবার থেকেই ছবিটি লাফিয়ে লাফিয়ে এগোচ্ছে। অগ্রিম বুকিং নিয়ে যে সংশয় ছিল, তাও উবে গেছে।
ছবিতে রণবীর একজন নির্ভীক সেনা অফিসারের চরিত্রে। চার ভয়ংকর সন্ত্রাসীর বিরুদ্ধে একাই লড়াই- এই গল্প দর্শকদের টানছে প্রচণ্ডভাবে।
বিআলো/শিলি



