রমজান–ঈদ সামনে রেখে তৎপর চোরাকারবারি, ফতুল্লায় ২০ কোটি টাকার শাড়ি জব্দ
ভোররাতে ফতুল্লায় কোস্টগার্ডের বিশেষ অভিযান
মো. মনির হোসেন, নারায়ণগঞ্জ: আসন্ন রমজান মাস ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অবৈধ বাণিজ্যে আবারও তৎপর হয়ে উঠেছে চোরাকারবারি ও পাচারকারী চক্র। ঈদকেন্দ্রিক বাজার ধরতে শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য দেশে ঢোকানোর এমনই এক প্রচেষ্টা নস্যাৎ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ অভিযান চালিয়ে ২০ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়িসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে ফতুল্লার শিবু মার্কেট সংলগ্ন এলাকায় অভিযানটি পরিচালনা করে কোস্টগার্ড পাগলা স্টেশনের একটি দল। এ সময় একটি সন্দেহজনক কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে শুল্ক কর ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় পাচারে ব্যবহৃত কাভার্ডভ্যানটি।
দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে কোস্টগার্ড পাগলা স্টেশনের একটি টিম ফতুল্লা এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে আমদানি করা ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা।
তিনি আরও জানান, উদ্ধার করা অবৈধ মালামালসহ কাভার্ডভ্যান এবং আটক পাচারকারীকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, রমজান ও ঈদকে কেন্দ্র করে চোরাচালানকারীরা সক্রিয় হয়ে ওঠে। তবে অবৈধ পণ্য পাচার রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলমান থাকবে।
বিআলো/তুরাগ



