রাশিয়াকে কোণঠাসা করতে যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনবে ইইউ

রাশিয়াকে কোণঠাসা করতে যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনবে ইইউ

আন্তর্জাতিক ডেস্ক:জ্বালানির জন্য রাশিয়ার ওপর নির্ভরতা কমাতে যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কেনার চুক্তি করলো ইউরোপীয় ইউনিয়ন ( ইইউ)। শুক্রবার (২৫ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠকে এ চুক্তি সাক্ষরিত হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনার প্রতিবাদ ও রাশিয়াকে কোণঠাসা করতেই মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি করেছে ইউরোপীয় ইউনিয়ন।

যৌথ সংবাদ সম্মেলনে ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লেন বলেন, এই বছরে দেড় হাজার কোটি কিউবিক মিটার এলএনজি সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। এছাড়া ওয়াশিংটনের কাছ থেকে আগামী ২০৩০ সাল পর্যন্ত ৫০ বিলিয়ন কিউবিক মিটার গ্যাস কেনার প্রত্যাশা করছে ইইউ।

উরসুলা ভন ডার লেন বলেন, ইউক্রেনে বর্বরতা চালাচ্ছে রাশিয়া। ফলে কোনোভাবেই তাদের ছাড় দেয়ার সুযোগ নেই। যুক্তরাষ্ট্রের সাথে এই চুক্তির ফলে কৌশলগত পরাজয় হলো রাশিয়ার।

এ সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইউরোপীয় ইউনিয়নের চাহিদার ৪০ শতাংশ গ্যাস সরবরাহ করে রাশিয়া। তবে ইউক্রেনে অভিযানে মস্কোর ওপর নিষেধাজ্ঞার জেরে বিপাকে পড়ে ইউরোপীয় দেশগুলো। দেখা দিয়েছে গ্যাস এবং জ্বালানি তেলের তীব্র সংকট। এদিকে প্রতিবেশি দেশগুলোর কাছে জ্বালানি বিক্রির মুনাফা দিয়ে ইউক্রেনে আগ্রাসনও চালাচ্ছে রাশিয়া।

তিনি আরো বলেন, জানি রাশিয়ার ওপর নির্ভরতা কমাতে হলে ইউরোপকে বেশ মূল্য দিতে হবে। তবে নিশ্চিতভাবে রুশ বলয় থেকে বের হওয়াটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই চুক্তি আমাদের স্বার্থ এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বাইডেন।

বিআলো/শিলি