রাউজানে বিএনপির দুইপক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন—রাউজান উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ, বাগোয়ান ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি ইসমাইল, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রবিউল, বিএনপি কর্মী সোহেল ও ইউনিয়ন শ্রমিকদলের যুগ্ম সম্পাদক খোরশেদ আলম।
তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, “স্থানীয় আধিপত্য নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহত পাঁচজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।”
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর জেলা বিএনপির বিলুপ্ত কমিটির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের অনুসারী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান (স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তারুকদার জানান, রাত ১টার দিকে রাউজান থেকে গুলিবিদ্ধ পাঁচজনকে হাসপাতালে আনা হয়। বৃহস্পতিবার সকালে তাদের মধ্যে দুজনকে স্বজনরা নিয়ে গেছেন, বর্তমানে তিনজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টহল জোরদার করেছে।
বিআলো/এফএইচএস



