• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    রাকসু নির্বাচনে শিবির-সমর্থিত প্যানেলের বিপুল জয় 

     dailybangla 
    17th Oct 2025 10:28 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিপুল জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। ২৩টি পদে নির্বাচনে তারা জয় পেয়েছে ২০টি পদে।

    শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৮টার দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

    মোট ভোটার ২৮ হাজার ৯০১ জনের মধ্যে ৬৯ দশমিক ৮৩ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

    সহসভাপতি (ভিপি) পদে সম্মিলিত শিক্ষার্থী জোটের মোস্তাকুর রহমান জাহিদ ১২ হাজার ৬৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের শেখ নূর উদ্দীন পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট।

    সাধারণ সম্পাদক (জিএস) পদে আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার ১১ হাজার ৪৯৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির-সমর্থিত প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৭ ভোট।

    সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবির সমর্থিত প্যানেলের এস এম সালমান সাব্বির ৬ হাজার ৯৭৫ ভোটে জয় পান।

    ফলাফল ঘোষণার পর শিবির-সমর্থিত জোটের সমর্থকেরা ক্যাম্পাসে উল্লাস প্রকাশ করেন এবং স্লোগান দেন “ইনকিলাব জিন্দাবাদ”, “নোমানীর রক্ত বৃথা যেতে দেব না” প্রভৃতি।

    উল্লেখ্য, ১৯৮৯ সালের পর এবারই প্রথম রাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930