রাঙামাটিতে মিনি পিকআপ খাদে পড়ে দুই শ্রমিকের মৃত্যু, একজন গুরুতর আহত
নিজস্ব প্রতিবেদক: পাহাড়ি ঢালু রাস্তা আবারও আতঙ্কের। রাঙামাটির সদর উপজেলার মগবান ইউনিয়নের কামিলাছড়ি এলাকায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত আনুমানিক ১০ টার দিকে একটি গাছ বহনকারী মিনি পিকআপ খাদে পড়ে উল্টে যায়। এতে দুই শ্রমিক নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, গাছ বহনকারী মিনি পিকআপটি ঢালু রাস্তায় উপরের দিকে উঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এক পর্যায়ে গাড়িটি পেছনের দিকে গড়িয়ে খাদে পড়ে উল্টে যায়। তিনজন শ্রমিকই তখন গাড়ির নিচে চাপা পড়েন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠান।
মৃত শ্রমিকরা হলেন সাদেক চাকমা (৩৮) এবং মিলন চাকমা (৫০)। আহত শ্রমিক বিনয় চাকমা (৩৫) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। জরুরি বিভাগের চিকিৎসক দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন ঘটনা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শওকত আকবর খান জানান, মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
স্থানীয়রা দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং পাহাড়ি ঢালু সড়কে সড়ক নিরাপত্তা বৃদ্ধি করার আহ্বান জানিয়েছেন, যাতে এ ধরনের ভয়াবহ দুর্ঘটনা পুনরায় না ঘটে।
বিআলো/তুরাগ



