রাঙ্গাবালীতে কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন
মু. জিল্লুর রহমান জুয়েল (পটুয়াখালী): পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইদিয়া ইউনিয়নের অসহায় ভূমিহীন কৃষকদের খাস খাজনা পরিশোধকৃত জমি বন বিভাগের দখল, মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যাবে) বেলা ১১টায় কোড়ালিয়া বাজারে প্রান্তিক কৃষক জনগোষ্ঠী ও সর্বস্তরের জনসাধারণের আয়োজনে শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী কৃষক মিরন মোল্লা, দাদন মৃধা, ঝুমুর বেগম ও সাব্বির মীর।
বক্তারা জানান, রাঙ্গাবালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে ছোটবাইদিয়া ইউনিয়নের চর ইমারশন মৌজার উত্তর পাশে সদ্য জেগে ওঠা চর বাংলা এলাকায় ১৪৩২ বাংলা সন থেকে ১৪৩৪ সালের ৩০শে চৈত্র পর্যন্ত প্রায় ৩০০ অসহায় ভূমিহীন পরিবারকে মোট আনুমানিক ৮০ একর জমি খাস খাজনা প্রদানপূর্বক চাষাবাদের অনুমতি দেওয়া হয়।
তবে ওই জমিতে চাষাবাদ করতে গেলে বন বিভাগ নানা অজুহাতে বাধা প্রদান করছে এবং কৃষকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে নিয়মিতভাবে নিপীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। এতে পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে কৃষকদের, পাশাপাশি তারা তাদের ন্যায্য অধিকার থেকেও বঞ্চিত হচ্ছেন।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, সঠিক তদন্ত ছাড়াই কৃষকদের বিরুদ্ধে মামলা দায়ের সম্পূর্ণ বেআইনি ও অমানবিক। অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার, কৃষকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং খাস খাজনা পরিশোধকারী প্রত্যয়নপ্রাপ্ত কৃষকদের শান্তিপূর্ণভাবে জমি চাষাবাদ করার সুযোগ দেওয়ার দাবি জানান তারা।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা দাবি জানান, সরেজমিন তদন্তের মাধ্যমে পটুয়াখালী জেলার সুযোগ্য জেলা প্রশাসক বিষয়টি সুবিবেচনা করে অসহায় ও প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়াবেন এবং কৃষি আবাদ ও উর্বরতা বৃদ্ধিতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন-এটাই এলাকাবাসীর প্রত্যাশা।
বিআলো/এফএইচএস



