• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    রাজধানীতে দুটি চলন্ত বাসে ডাকাতি, ১ যাত্রীকে ছুরিকাঘাত 

     dailybangla 
    25th Feb 2025 7:25 am  |  অনলাইন সংস্করণ

    ইবনে ফরহাদ তুরাগ: মধ্যরাতে ঢাকা-গাজীপুর মহাসড়কগামী আবদুল্লাপুরে পরপর দুটি বাসে চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। বাস দুটির নাম গাজীপুর পরিবহন ও আজমেরী পরিবহন। সোমবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় একজন যাত্রীকে কুপিয়ে আহত করে ডাকাতরা। প্রানে বাঁচতে বাস থেকে নেমে আরেক বাসে উঠে যেতে সক্ষম হন সেই যাত্রী।

    বাস যাত্রীদের দাবি, এ ঘটনার নেপথ্যে ছিলো ছিনতাইকারীদের আশ্রয় দেওয়া গুলিস্থান থেকে গাজীপুরগামী গাজীপুর পরিবহন নামে সেই বাসের ড্রাইভার। যাত্রীদের অভিযোগ, তাদের মানা সত্বেও বাসে ৭ জন ছিনতাইকারী যাত্রীবেশে উঠায় অভিযুক্ত বাস ড্রাইভার।

    গাজীপুরগামী সেই বাসের যাত্রী আতিকুর রহমান খান সেলিম জানান ডাকাতির সেই লোমহর্ষক ঘটনা। তিনি বলেন, কিছুক্ষণ আগে কলেজ থেকে বাসায় ফেরার পথে আমি একটি গাজীপুর পরিবহন বাসে উঠি। আমাদের বাসে ৭ জন ছিনতাই কারীও উঠে ।

    যাত্রীরা তাদেরকে উঠাতে না করার পরও ড্রাইভার জোর করে তাদেরকে উঠায়। তারা বাসে উঠেই একজন যাত্রীর মোবাইল এবং মানিব্যাগ চুরি করে। মোবাইল এবং মানিব্যাগ চুরি করার পর একে অপরের হাতে দেওয়ার সময় মোবাইল এবং মানিব্যাগটি নিচে পড়ে যায়। তখন একজন যাত্রী সেটিকে দেখে ফেলে। এরপর যার মোবাইল এবং মানিব্যাগ ছিল সে চিৎকার করে উঠে। তার চিৎকার শুনে তারা তাদের পকেট থেকে অস্ত্র বের করে এবং বাসটিকে থামিয়ে তারা নেমে পরে।

    আমাদের বাস থেকে নামার পর তারা পিছনের একটি আজমেরী বাসে উঠে। আজমেরী বাসটি আমাদের বাসকে ওভারটেক করে সামনে যাওয়ার পর আব্দুল্লাপুর সে বাসটি দাঁড়ালো। ঠিক তখনই একজন ব্যক্তি রক্তাক্ত অবস্থায় সেই বাস থেকে নেমে আমাদের বাসে এসে উঠল এবং বললো ‘ভাই আমাদের বাস এ ডাকাতি হচ্ছে আপনি দয়া করে বাসের দরজাটি লাগান’ এবং বাসটিকে টান দেন। এটা শোনার পর সকল যাত্রীরা বাস ড্রাইভার কে বলল বাসটিকে জোরে চালাতে। তখন ড্রাইভার গাড়িটিকে নিরাপদে সেখান থেকে না নিয়ে থামিয়ে দিল এবং বললো সে এখন এখান থেকে লোক তুলবে।

    আমাদের সামনের বাসে তখন ডাকাতি হচ্ছিল। ডাকাত দলের কয়েকজন বাইরে দাঁড়িয়ে ছিল। তাদের কাছে ছিল রামদা, সুইচ গিয়ার ,অত্যাধুনিক অস্ত্র। ড্রাইভার প্রায় পাঁচ মিনিটের মতন ওই ডাকাতি হওয়া বাসটির পিছনে দাঁড়িয়ে ছিল। যাত্রীরা অনেকবার বলার পরও সেখান থেকে যায় না বরঞ্চ বাস ড্রাইভার বলে এটা নাকি তার ব্যবসা সে এখন এখানে দাঁড়াবে এবং যাত্রী তুলবে। বাসে অনেক মহিলা ছিল তারা খুব আতঙ্কিত ছিল অনেকে কান্নাও করতেছিল। তবুও বাস ড্রাইভ গাড়িটিকে সেই ডাকাতি হওয়া বাসের পিছনেই থামিয়ে রাখে।

    এ থেকে বোঝা যাচ্ছে যে বাস ড্রাইভারও সে ডাকাত দলের সাথে কোন না কোন ভাবে জড়িত। গাজীপুর পরিবহন এর সে বাসের নম্বরটি হলো ১৩-১১৮৪। নিরাপত্তার স্বার্থে ডাইভারের ছবিও দেওয়া হলো। সকলে সাবধানে থাকবেন।

    তবে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলছেন, আবদুল্লাহপুরে দুটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনার কথা কেউ তাঁকে বলেননি। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

    বিআলো/নিউজ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031