রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাছ বিক্রেতার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় ইউসুফ হোসেন (৩২) নামে এক মাছ ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন। ইউসুফের বাড়ি ময়মনসিংহ জেলায়।
শনিবার (৮ নভেম্বর) ভোরে উত্তরা পূর্ব থানার বিএনএস সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ইউসুফ ভ্যানে করে মাছ বিক্রি করতেন। ভোরে মাছ নিয়ে রাস্তা পার হচ্ছিলেন তিনি। হঠাৎ দ্রুতগতিতে আসা একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বোনজামাই সাইদুল ইসলাম বলেন, “ভোরে খবর পাই, ইউসুফকে গাড়ি ধাক্কা দিয়েছে। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা বলেন, আর বাঁচানো যায়নি।”
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি উত্তরা পূর্ব থানাকে জানানো হয়েছে।
বিআলো/শিলি



