• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    রাজধানীর উত্তরখান এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান ও জরিমানা 

     dailybangla 
    28th Apr 2025 1:20 am  |  অনলাইন সংস্করণ

    চন্দনা রানী: রাজধানীর উত্তরখান বালুর মাঠ মাষ্টারপাড়া রোড এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এ সময় নকশা বহির্ভূত কয়েকটি ভবনের আংশিক অপসারণসহ জরিমানা করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার।

    রবিবার (২৭ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জোন-২/১ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার বলেন, ঢাকাকে বাসযোগ্য করার জন্য রাজউক কাজ করে যাচ্ছে। সেই পদক্ষেপ অনুযায়ী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন- ২/১ আওতাধীন উত্তরখান বালুর মাঠ মাষ্টারপাড়া রোড এলাকায় রাজউক নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নকশা বহির্ভূত কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণসহ তাৎক্ষনিক ভাবে একটি ভবনে দুই লক্ষ জরিমানা আদায় করা হয়। বাকী অংশ নিজ উদ্যোগে ভেঙে অপসারণ করবেন মর্মে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা দেন ভবন মালিকপক্ষ। রাজউকের নকশা বহির্ভূত বিল্ডিং তুলতে যেনো না পারে তার জন্য রাজউকের এই উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে। রাজউকের উচ্ছেদ অভিযান একটি চলমান প্রক্রিয়া।

    এছাড়াও কয়েকটি ভবনের মালিক রাস্তায় জায়গা দখল করে র‍্যাম্প তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়। রাস্তার জায়গা দখল করে র‍্যাম্প নির্মাণ করে মানুষ চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।

    স্থানীয় লোকজন জানান, নকশা বহির্ভূত ভবনে নিয়মিত এই অভিযান পরিচালনা করলে আর এভাবে কেউ নিয়মের বাইরে ভবন নির্মাণ করবে না। রাস্তার জায়গা দখল করে ভবন নির্মাণ করার সাহস করবে না।

    উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন রাজউক জোন- ২/১ এর পক্ষে অথরাইজড অফিসার মোঃ সাইফুল ইসলাম, সহকারি অথরাইজড অফিসার সাজ্জাদ হোসেন, প্রধান ইমারত পরিদর্শকসহ রাজউকের অন্যান্য কর্মকর্তারা।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930