• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    রাজধানীর মিরপুরে এক রাতেই ছয় ডাকাতি, আতঙ্কে ব্যবসায়ীরা 

     dailybangla 
    22nd Feb 2025 12:06 pm  |  অনলাইন সংস্করণ

    ইবনে ফরহাদ তুরাগ: রাজধানীর মিরপুর ১০ নম্বর এ ব্লকের ২০ নম্বর লাইনে একই রাতে ৬ টি দোকান ও বাসায় হানা দিয়েছে একদল সংঘবদ্ধ ডাকাত। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতভর মিরপুর ও তার আশেপাশের এলাকায় এই ঘটনাগুলো ঘটে।

    সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোর রাত ৪টা ২০ মিনিটে একটি প্রাইভেটকার থেকে তিন ব্যক্তি নেমে ‘মা মনি’ স্টোর নামে একটি মুদি দোকানের তালা কেটে ডাকাতি করে। তালা কেটে দোকানের মালপত্র ও নগদ টাকা লুট করে তারা চলে যায়। পরে আবার ফিরে এসে সাটার খুলে ক্যাশ বাক্স ও মূল্যবান সামগ্রী নিয়ে গাড়িতে তুলে নেয়। একই কৌশলে পাশের তিনটি দোকান ও দুটি বাসায় ডাকাতি চালায় চক্রটি।

    ‘মা মনি’ স্টোরের মালিক আরমান হোসেন বলেন, সকালে এসে দেখি সাটার লাগানো, কিন্তু তালা ভাঙা। ক্যাশ বাক্স ও মালামাল উধাও। পাঞ্জাবির দোকান মালিক আরিফুল ইসলাম ও সালমান বিরিয়ানি হাউজের মালিক রুবেল মিয়াও একই অভিযোগ করেছেন। একই কৌশলে কাছাকাছি তিনটি দোকানে ডাকাতি করেছে একই চক্র। ভোর ৫টা পর্যন্ত চলে চক্রের অভিযান। এছাড়া ওই এলাকার আরও দুটি বাসায় একই সময় ডাকাতির ঘটনা ঘটেছে।

    আরেক দোকানি রুবেল মিয়া বলেন, ২৮ বছর ধরে একই ঠিকানায় দোকান করছি। এই ধরনের দুর্ধর্ষ ঘটনা কখনো ঘটেনি। নগদ টাকাসহ দেড় লাখ টাকার মালপত্র নিয়ে গেছে। দোকানের সামনের একটি ভবনের দোতলায় আমার বাসা। রাত সোয়া ১২টার দিকে দোকান বন্ধ করে গিয়েছিলাম। যে কায়দায় দোকানে চুরি করেছে তা অবিশ্বাস্য। আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি। জড়িতরা শনাক্ত হোক। প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করুক।

    সিসিটিভি ফুটেজে আরো দেখা যায়, ডাকাত চক্রে তিনজন সদস্য। একজনের পায়ে কেডস। পরনে সবুজ স্যুট। একজন প্রথমে আশপাশে তাকাচ্ছিলেন। এরপর অন্য দুই সঙ্গী দোকানে ঢুকে একে একে সব মালপত্র বের করে নিয়ে আসেন। এসময় তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। এ ঘটনায় প্রশাসনের কাছে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

    নজিরবিহীন এই ডাকাতির পর মিরপুরে বসবাসকারী মাহমুদুল হাসান শান্ত ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এক রাতেই ৬ জায়গায় ডাকাতি’। এগুলা কারা করতেছে? এভাবে চলতে থাকলে কিছুদিন পর সাধারণ জনতা বলবে আগেই ভালো ছিলাম। সন্ত্রাস, চাঁদাবাঁজ, ছিনতাই, ডাকাতি এসব যদি বন্ধ না এতে করে সাধারণ জনগনের মনে ক্ষোভ সৃষ্টি হবে অচিরেই এই সরকার জনপ্রিয়তা হাড়াবে; আর এই সুযোগটাই আওয়ামী কাজে লাগাবে। দেশ শান্ত রাখুন, অপরাধ বন্ধ করুন। সরকার চাইলে সবই পারে।

    বিআলো/নিউজ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930